237,201 views
3 months ago
শিক্ষা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন ধরে ঘাপটি মেরে থাকা জামাত-শিবিরপন্থী কর্মকর্তাদেরকে সরানো এবং ১৫ ও ২১ আগস্টের মর্মান্তিক হত্যাকান্ড নিয়ে বাজে মন্তব্য করা পরিচালক জাহাঙ্গীরের চাকরিচ্যুতিসহ বিভিন্ন দাবিতে রোববার (২৫ আগস্ট) দুপুরে শিক্ষা ভবনে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ‘একটা একটা জামাত ধর, ধইরা ধইরা শায়েস্তা কর’ ইত্যাদি স্লোগানে প্রকম্পতি হয় শিক্ষা ভবন ক্যাম্পাস। মিছিল শুনে শিক্ষা ভবন থেকে পালিয়ে যায় কয়েকজন জামাতপন্থী কর্মকর্তা ও কর্মচারী। থরথর করে কাঁপতে থাকে তদবিরের মাধ্যমে সদ্য পদায়ন পাওয়া কয়েকজন পরিচালক ও উপ-পরিচালক। গত বৃহস্পতিবার দৈনিক শিক্ষায় প্রকাশিত প্রতিবেদনের কথা উল্লেখ করে ছাত্রলীগ নেতারা জানতে চান, ১৫ ও ২১ আগস্ট হত্যাকান্ড নিয়ে তামাশা করা পরিচালক জাহাঙ্গীরকে কেন এখনও বরখাস্ত করা হয়নি? নেতাদের এসব প্রশ্নবানে বিদ্ধ হন মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুক। তিনি ছাত্রলীগ নেতাদের কাছে শিক্ষা ভবনের জামাতপন্থী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের নাম জানতে চাইলে সৈয়দ মইনুল, ফারহানা, আনিছ ও আকতারুজ্জামানসহ অনেকের নাম উল্লেখ করেন। এছাড়া মহাপরিচালককে দৈনিক শিক্ষাডটকমে প্রকাশিত কয়েকটি প্রতিবেদন দেখান তারা। স্বাধীনতাবিরোধী আরও যারা ঘাপটি মেরে আছেন তাদের তালিকা তৈরি করে অতিসত্ত্বর শিক্ষা ভবন থেকে অন্যত্র বদলি করার দাবি জানান নেতারা। ছাত্রলীগের দাবিসমূহ আজই শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে জানাবেন মহাপরিচালক। এমন আশ্বাস পেয়ে শিক্ষা ভবন ত্যাগ করেন নেতা-কর্মীরা।
বিস্তারিত ভিডিওতে:
Show less
Read more