ঠাকুরমার ঝুলি থেকে আনা কিছু ঠাকুরমার ধাঁধা :) ভুলে যাওয়া গ্রাম বাংলার ধাঁধা, যা আমরা আমাদের ঠাকুরমার (বা দিদিমার অথবা দাদুর) মুখে শুনে বড় হয়েছি, সে সব নিয়ে আমাদের এই সম্পূর্ণ নতুন ধাঁধার Series!
আমাদের শোলকবলা ঠাকুরমার মুখে শোনা এই ধাঁধাগুলো যত সহজ মনে হয়, ততটা সহজ কিন্তু এরা নয়। এগুলো সমাধান করতে হলে বিবিধ জিনিষ জানতে হবে। আমাদের দৈনন্দিন জীবনের অনেক ভুলে যাওয়া কথা আবার মনে করতে হবে। গ্রামবাংলার সেই পুরনো ভুলে যাওয়া ধাঁধার সাথে আরো একবার পরিচয় করিয়ে দেবার এক প্রচেষ্টায় বুদ্ধির ঢেঁকি।
থাকবে ২০টি পর্ব। প্রতি পর্বে থাকবে ৫টি ধাঁধা আর একটা নতুন Challenge - সবগুলো ধাঁধা সমাধান করার।
পারলে কি পারলে না, টা অবশ্যই জানাবে। প্রয়োজনে বড়দের থেকে help নিতে দ্বিধা বোধ করো না যেন, আর অবশ্যই জানাবে কে কয়টা করতে পারলে।
Check our Channel for more:
http://tinyurl.com/BuddhirDhenkiআমাদের Facebook Page Like & Share করো:
https://www.facebook.com/BuddhirDhenki/ইতি,
বুদ্ধির ঢেঁকি