রক্ত দিয়ে কেনা "বিজয়", তবু কেন স্বাধীনতা আজ পরাধীনতার প্যাঁকেটে মোড়ানো..!! ৭১-এর স্বাধীনতা বিরোধী পাকি রাজাকার এবং আজকের সার্বভৌমত্ব বিরোধী ভারতীয় দালাল - সবারই বিচার চাই... ৭১ কারো দয়ার দান নয়... দেশটা আমাদের, সার্বভৌমত্ব রক্ষা করবো আমরাই...
জাতি-র গৌরবজ্জ্বল ইতিহাস "মহান বিজয় দিবস"-এর প্রাক্কালে, আজ আবারো হৃদয়ে প্রশ্ন জাগে, রক্তাক্ত মুক্তি সংগ্রামের মাধ্যমে যে বিজয় আমরা পেয়েছি, অর্জনের ৪০ বছর পরেও, আজো কেন তা সার্বজনীনতায় রূপান্তর হলো না..?? কেন আজো "স্বাধীনতা" সবার জন্য সমান নয়..?? স্বাধীনতা তুমি কার..!?!?
৭১-এ কোন রাজনৈতিক দলের নেতাকর্মী না হয়েও যুদ্ধে ঝাঁপিয়ে পড়া - কৃষক-শ্রমিক-কূলি-মজুর, আর সাধারণ ছাত্র-জনতার আত্মত্যাগ কি মূল্যহীন..??
দলমত নির্বিশেষে ৭ কোটি মানুষের সেই "স্বাধীনতা" কেন আজ ব্যবহৃত হয় শুধু নির্বাচনী বৈতরণী পার হওয়ার মোক্ষম অস্ত্র হিসেবে...!!! পৈতৃক সম্পত্তির মত কেয়ামত পর্যন্ত "একাত্তর এবং স্বাধীনতা"-র সুফল কি শুধু আওয়ামী বাকশালী-দের জন্যই সীমাবদ্ধ থাকবে..??
JCD Activist (Former & Present)
http://www.facebook.com/jcdbangladesh
Comments • 2